তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন হয়েছেন বেসরকারি বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। এ নিয়ে নিজের মন্তব্য জানিয়ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী।
রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেন, মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে। রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন, মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।
সবশেষ তিনি লিখেন, রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।
এর আগে, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এটিএম