Movatterモバイル変換


[0]ホーム

URL:


বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়াএকটি মুক্ত বিশ্বকোষ
অনুসন্ধান

৩ এপ্রিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
<<এপ্রিল>>
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
২০২৫

৩ এপ্রিলগ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৩তম(অধিবর্ষে ৯৪তম) দিন।বছর শেষ হতে আরো ২৭২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ৩৩ - যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যান।
  • ১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
  • ১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
  • ১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
  • ১৬৬১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
  • ১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
  • ১৮৫৭ - রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
  • ১৮৬০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।
  • ১৮৯০ - ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
  • ১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।
  • ১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
  • ১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
  • ১৯৯৫ - ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করে।
  • ২০০২ - ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
  • ২০০৫ - বাংলাদেশী অভিনেতা সিয়াম আহমেদ খাঁ এর জন্মদিন ।
  • ২০১৩ -আর্জেন্টিনারবুয়েনোস আইরেসলা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।

জন্ম

[সম্পাদনা]
  • ১৯২৪ -মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০৪)
  • ১৯২৫ - ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন।
  • ১৯২৯ -ফজলুর রহমান খান, বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। (মৃ. ১৯৮২)
  • ১৯৪১ -হরিমাধব মুখোপাধ্যায়,বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক। (মৃ.২০২৫)
  • ১৯৪৮ - ওলন্দাজ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার।
  • ১৯৪৮-বানু মুস্তাকম্যান বুকার পুরস্কার প্রাপক, ভারতীয় সাহিত্যিক।
  • ১৯৫০ -আলমগীর, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৫৫ -নন্দিতা রায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৬১ - মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি।
  • ১৯৭৩ - ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব।
  • ১৯৭৮ -টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।
  • ১৯৮২ - কানাডীয় অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস।
  • ১৯৮৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার।
  • ১৯৮৫ - ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস।
  • ১৯৮৬ - মার্কিন অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স।
  • ১৯৮৮ - ওলন্দাজ ফুটবলার তিম ক্রুল।
  • ১৯৯২ - রুশ সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা।
  • ১৯৯৫ -তাসকিন আহমেদ, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]
    এই নিবন্ধটিঅসম্পূর্ণ। আপনি চাইলেএটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
    গ্রেগরীয় বর্ষপঞ্জীর সকলদিন এবংমাস
    জানুয়ারি
    ফেব্রুয়ারি
    মার্চ
    এপ্রিল
    মে
    জুন
    জুলাই
    আগস্ট
    সেপ্টেম্বর
    অক্টোবর
    নভেম্বর
    ডিসেম্বর
    প্রাসঙ্গিক তারিখসমূহ
    'https://bn.wikipedia.org/w/index.php?title=৩_এপ্রিল&oldid=8484271' থেকে আনীত
    বিষয়শ্রেণীসমূহ:
    লুকানো বিষয়শ্রেণী:

    [8]ページ先頭

    ©2009-2025 Movatter.jp