Movatterモバイル変換


[0]ホーム

URL:


বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়াএকটি মুক্ত বিশ্বকোষ
অনুসন্ধান

২৮ জুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
<<জুন>>
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 
২০২৫

২৮ জুনগ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৯তম(অধিবর্ষে ১৮০তম) দিন।বছর শেষ হতে আরো ১৮৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১২৬৬ - মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত্যলাভ করেন।
  • ১৩৮৯ - অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।
  • ১৬৫৭ -দারা শিকো অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।
  • ১৭৫৭ - , এই দিনেমীর জাফর হয় নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।
  • ১৮২০ - প্রমাণিত হয় যেটমেটো বিষাক্ত নয়।
  • ১৮৩৮ - ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।
  • ১৯১৯ -ভার্সাই চুক্তি,প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।
  • ১৯৫৪ - জওহরলাল নেহরুচৌ এন লাই ভারত ও চীনের মধ্যেশান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি(পঞ্চশীল) নীতি ঘোষণা করেন।
  • ১৯৬৩ - নিকিতা খ্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।
  • ১৯৬৭ - ইসরাইল কর্তৃক পূর্বজেরুজালেম দখল হয়।
  • ১৯৭২ -বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়রোমানিয়া
  • ১৯৭৬ - ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৬ - আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৭৮ - পণ্ডিতঅতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
  • ১৯৯৬ - তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয়।

জন্ম

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]
  • ০৫৪৮ - প্রথম থিওডোরা, বাইজেন্টাইন জাষ্টিনিয়ানের স্ত্রী।
  • ০৫৭২ - আল্বোইন, লোম্বারডের রাজা।
  • ০৭৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ ইতালিয়ান পোপ প্রথম পল।
  • ১৩৮৫ - আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, বাইজান্টাইন সম্রাট।
  • ১৫৮৬ - প্রিময টরুবার, স্লোভেনীয় লেখক ও সংস্কারক।
  • ১৫৯৮ - আব্রাহাম অরটেলিউস, ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ।
  • ১৮৩৬ -জেমস ম্যাডিসন,মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।
  • ১৮৩৯ - মহারাজা রণজিৎ সিং, পাঞ্জাব কেশরী এর রাজা।
  • ১৯১৫ -ভিক্টর ট্রাম্পার, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ.১৮৭৭)
  • ১৯১৭ - স্টেফান লুচিয়ান, রোমানিয়ান চিত্রশিল্পী।
  • ১৯৩৬ - আলেকজান্ডার বেরকমান, আমেরিকান লেখক ও সমাজ কর্মী।
  • ১৯৭২ -প্রশান্ত চন্দ্র মহলানবীশ,ভারতীয়বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবংইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (জ.২৯/০৬/১৮৯৩)
  • ১৯৭৪ -ভ্যানিভার বুশ, মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক। (জ.১৮৯০)
  • ১৯৭৫ - রড সেরলিং, আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
  • ১৯৮১ -টেরি ফক্স, কানাডিয়ান ক্রীড়াবিদ, মানবহিতৈষী এবং ক্যান্সার গবেষাণা কর্মী। (জ.১৯৫৮)
  • ১৯৮৬ - হাজী মোহাম্মদ দানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা।
  • ১৯৯২ -মিখাইল তাল, লাতভীয় দাবাড়ু। (জ.১৯৩৬)
  • ১৯৯৬ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পীনীলিমা সেন।(জ.১৯২৮)
  • ২০০১ - জোয়ান সিমস, ইংরেজ অভিনেত্রী।
  • ২০০৬ -ফুলরেণু গুহ, পদ্মভূষণ সম্মানে ভূষিত সমাজ সেবিকা ও ভারতের জাতীয় কংগ্রেসের ও রাজ্যসভার সদস্যা। (জ.১৩/০৮/১৯১২)
  • ২০০৬ -তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বাঙালি আলোকসম্পাত শিল্পী। (জ.১১/০৯/১৯২৪)
  • ২০০৯ - এ. কে. লোহিত দাস, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ২০১২ - রবার্ট সাবায়টিয়ার, ফরাসি লেখক ও কবি।

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

• সামাজিক ব্যবসা দিবস

বহিঃসংযোগ

[সম্পাদনা]
এই নিবন্ধটিঅসম্পূর্ণ। আপনি চাইলেএটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
গ্রেগরীয় বর্ষপঞ্জীর সকলদিন এবংমাস
জানুয়ারি
ফেব্রুয়ারি
মার্চ
এপ্রিল
মে
জুন
জুলাই
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
প্রাসঙ্গিক তারিখসমূহ
'https://bn.wikipedia.org/w/index.php?title=২৮_জুন&oldid=8511603' থেকে আনীত
বিষয়শ্রেণীসমূহ:
লুকানো বিষয়শ্রেণী:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp