Movatterモバイル変換


[0]ホーム

URL:


বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়াএকটি মুক্ত বিশ্বকোষ
অনুসন্ধান

২২ জুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
<<জুন>>
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 
২০২৫

২২ জুনগ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৩তম(অধিবর্ষে ১৭৪তম) দিন।বছর শেষ হতে আরো ১৯২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৩৭৭ - দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
  • ১৫১৯ - ব্রিটেনে দাসপ্রথা বাতিল।
  • ১৫৫৫ -হুমায়ুন সিন্ধু নদী পার হয়েলাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
  • ১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
  • ১৬৩৩ - পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
  • ১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।
  • ১৭৭২ - ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।
  • ১৮১৪ - লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • ১৯০৪ - আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম।
  • ১৯১১ - পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৯১৫ - নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।
  • ১৯২১ - ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
  • ১৯৩৯ -সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ের সর্বভারতীয় অধিবেশনেসারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
  • ১৯৪১ - হিটলারঅপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন।
  • ১৯৭২ - আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।
  • ১৯৮১ - ইরানি প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত।
  • ১৯৮৬ - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিখ্যাতহ্যান্ড অফ গড গোলটি করেন আর্জেন্টিনার ফুটবলারদিয়েগো মারাদোনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করে।
  • ১৯৮৯ - পনেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধ বিরতি মেনে নিতে রাজি হয়।
  • ২০০২ - ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত।

জন্ম

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বিশ্ব বৃষ্টি বন দিবস

বহিঃসংযোগ

[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে২২ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটিঅসম্পূর্ণ। আপনি চাইলেএটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
গ্রেগরীয় বর্ষপঞ্জীর সকলদিন এবংমাস
জানুয়ারি
ফেব্রুয়ারি
মার্চ
এপ্রিল
মে
জুন
জুলাই
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
প্রাসঙ্গিক তারিখসমূহ
'https://bn.wikipedia.org/w/index.php?title=২২_জুন&oldid=8337802' থেকে আনীত
বিষয়শ্রেণীসমূহ:
লুকানো বিষয়শ্রেণী:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp