Movatterモバイル変換


[0]ホーム

URL:


বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়াএকটি মুক্ত বিশ্বকোষ
অনুসন্ধান

২১ জুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
<<জুন>>
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 
২০২৫

২১ জুনগ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭২তম(অধিবর্ষে ১৭৩তম) দিন।বছর শেষ হতে আরো ১৯৩ দিন বাকি রয়েছে।

এ দিন সূর্যকর্কটক্রান্তি রেখায় খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ দিনেউত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবংদক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ১৭৮৮ -মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
  • ১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথমব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।
  • ১৮৯৮ -যুক্তরাষ্ট্রস্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
  • ১৯১৬ -তুরস্কের বিরুদ্ধেআরবদের বিদ্রোহ।
  • ১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • ১৯৪৮ - স্বাধীনভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হনচক্রবর্তী রাজাগোপালাচারী
  • ১৯৭০ -ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
  • ১৯৭২ -বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়জাম্বিয়া
  • ১৯৭৬ -ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথমবিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন।
  • ১৯৮১ - ইসলামীইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রঃ)ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
  • ১৯৮৫ - সালের এই দিন থেকেইউরোপ এবং পরে সারা বিশ্বেবিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।
  • ১৯৯০ -ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।
  • ১৯৯৪ - পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়েরাশিয়া ন্যাটোতে যোগ দেয়।
  • ২০০২ -বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকারজমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি।
  • ২০০৪ - মহাশুন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশীপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।
  • ২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।

জন্ম

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]

দিবস ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে২১ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটিঅসম্পূর্ণ। আপনি চাইলেএটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
গ্রেগরীয় বর্ষপঞ্জীর সকলদিন এবংমাস
জানুয়ারি
ফেব্রুয়ারি
মার্চ
এপ্রিল
মে
জুন
জুলাই
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
প্রাসঙ্গিক তারিখসমূহ
'https://bn.wikipedia.org/w/index.php?title=২১_জুন&oldid=8488361' থেকে আনীত
বিষয়শ্রেণীসমূহ:
লুকানো বিষয়শ্রেণী:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp