হাদাদ
সরঞ্জাম
সাধারণ
মুদ্রণ/রপ্তানি
অন্যান্য প্রকল্পে
হাদাদ | |
---|---|
ঝড়, বৃষ্টি ও বজ্রের দেবতা | |
![]() আশারীয় সৈনিকেরা হাদ্দাদের ভাস্কর্য বহন করছে | |
আবাস | স্বর্গ |
প্রতীক | Thunderbolt, ষাাঁড়, সিংহ |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা | Nanna or Sin andNingal |
সহোদর | উতু,ইনান্না |
সঙ্গী | শালা |
সন্তান | জিবিল বাগেররা |
একটি সিরিজের অংশ |
---|
প্রাচীন নিকট প্রাচ্যের ধর্ম-সংক্রান্ত |
প্রাক-ইসলামী আরব্য দেবদেবী |
বিদেশী উৎসের আরব দেবদেবী |
হাদাদ উত্তর সেমিটিক অঞ্চলে ঝড় এবং বৃষ্টির দেবতা ছিলেন। আশারীয়-ব্যবিলনীয় অঞ্চলে তিনি আদাদ নামে পরিচিত ছিলেন। হাদাদকেপিদার,বাআল-জেফন[১] অথবা শুধুমাত্রবাআল নামেও ডাকা হতো। যদিও বাআল নামে একাধিক ঈশ্বরকে সম্বোধন করা হত। হাদাদের বাহন হচ্ছেষাঁড়। তাকে সবসময় দাঁড়িসহ[২][৩] কল্পণা করা হত। তার একহাতে সবসময় বজ্রাধার থাকতো।[৪][৫] হাদাদকে ইন্দো-ইউরোপীয় নাসিতে হিট্টি দেবতাটেশুব, মিশরীর দেবতাসেত, গ্রীক দেবতাজিউস এবং রোমান দেবতাজুপিটার এর সাথে তুলনা করা হয়।