নাশপাতি বানাশপাতি গাছ (ইংরেজি:Pear)রোজাসিয়ে পরিবারেরPyrus /ˈpaɪrəs/,গণভূক্তউদ্ভিদ ও তার ফলবিশেষ। ঠাণ্ডা অবস্থায় পাকা নাশপাতিতে চমৎকারসুগন্ধ রয়েছে। এগুলোরসালো তবে গাছে থাকা অবস্থায় ভালভাবে পাকে না।ফলের ৮৩ শতাংশই পানিতে পরিপূর্ণ। আবরণ অংশটি সবুজ অথবা লালচে প্রকৃতির হয়ে থাকে। ফলের কেন্দ্রস্থলটি বেশ নরম।জ্যাম,জেলি অথবা রসালো অবস্থায়বাজারজাতকরণ করা হয়ে থাকে। শক্ত ভূমিতে নাশপাতি গাছ ভাল জন্মে।ইউরোপ,আফ্রিকা এবংএশিয়ামহাদেশ থেকে গাছটির উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।
নাশপাতির ইংরেজি প্রতিশব্দপিয়ার সম্ভবতঃ পাশ্চাত্য জার্মান শব্দপেরা থেকে উদ্ভূত।প্রাচীন গ্রীসে নাশপাতি বমন বাবমি দূরীভূতজনিত চিকিৎসাকর্মে ব্যবহার করা হতো।
প্রাচীন বিশ্বের উৎপন্ন উদ্ভিদ হিসেবে এটি ইউরোপের পশ্চিমাংশ এবং উত্তর আফ্রিকার পূর্বাংশ থেকে শুরু করে এশিয়া মহাদেশের উপকূল অঞ্চল ও নমনীয় তাপমাত্রার এলাকাসমূহে দেখা যায়। মাঝারি আকৃতির গাছরূপে এটি ১০ থেকে ১৭ মিটার পর্যন্ত উচ্চতাসম্পন্ন। প্রায়শঃই এগুলো লম্বা ও সরু আকৃতির হয়ে থাকে। কিছু প্রজাতিগুল্মগুচ্ছের। পাতাগুলো সুবিন্যস্ত, সরল ও সাধারণ মানের যা ২ থেকে ১২ সে.মি. পর্যন্ত লম্বাটে হয় ও সবুজাভ।প্রজাতিভেদে পাতার আকার ডিম্বাকৃতি থেকে শুরু করে সরু ও তীক্ষ্ণ হয়।
অধিকাংশ প্রজাতির নাশপাতি গাছইপর্ণমোচী। কিন্তুদক্ষিণ-পূর্ব এশিয়ার দুই-একটি প্রজাতিচিরহরিৎ প্রকৃতির। শীতলআবহাওয়ায় বিশেষ করে -২৫°সে থেকে -৪০°সেতাপমাত্রায় এরা টিকে থাকে। চীরহরিৎ প্রজাতির নাশপাতি গাছ -১৫°সে তাপমাত্রা পর্যন্ত টিকে থাকতে পারে। এদের ফুলগুলো প্রধানত সাদা হয়। তবে হলুদ কিংবা গোলাপী আকৃতিরও হয়ে থাকে। ফুলগুলোর ব্যাস গড়পড়তা ২-৪ সে.মি. ও পাঁচটি পুষ্পদল রয়েছে।[২]আপেলের সাথে নাশপাতির সম্পর্ক রয়েছে। বন্য প্রজাতির নাশপাতি ফল ১-৪ সেন্টিমিটারবিশিষ্ট। কিন্তু চাষাবাদকৃত কিছু প্রজাতির ফলের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থে ৮ সে.মি হতে পারে।
পাইরাসকমুনিস প্রজাতির চাষাবাদকৃত নাশপাতিগ্রীষ্মকাল এবংশরৎকালীন ফল। কিন্তু পরিপূর্ণভাবে পাকার পূর্বেই সবুজ অবস্থায় সংগ্রহ করা হয়।ফ্রান্সে দীর্ঘস্থায়ী সুগন্ধযুক্ত নাশপাতি সংগ্রহের জন্যে তিনটি পৃথক সময়কে প্রাচীনকাল থেকেই নির্ধারণ করে রাখা হয়েছে। ফল পাকার পনের দিন বা তারও পূর্বে প্রথমবার; এরপর এক সপ্তাহ কিংবা দশ দিন পর দ্বিতীয়বার এবং পূর্ণাঙ্গভাবে পাকার সময় শেষবার সংগৃহীত হয়। প্রথমবার সংগ্রহের ফলে সর্বশেষে খাবার উপযোগী করে রাখা হয়।নাশি নাশপাতিকে গাছে পাকার উপযোগী হিসেবে বিবেচনা করা হয়।
↑Potter, D.; Eriksson, T.; Evans, R. C.; Oh, S.; Smedmark, J. E. E.; Morgan, D. R.; Kerr, M.; Robertson, K. R.; Arsenault, M.; ও অন্যান্য (২০০৭)। "Phylogeny and classification of Rosaceae"।Plant Systematics and Evolution।266 (1–2): 5–43।ডিওআই:10.1007/s00606-007-0539-9।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ও অন্যান্য স্পষ্টভাবে ব্যবহার করছে (link) [Referring to the subfamily by the name "Spiraeoideae"]