Movatterモバイル変換


[0]ホーム

URL:


বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়াএকটি মুক্ত বিশ্বকোষ
অনুসন্ধান

আগ্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগ্রা
হিন্দি:आगरा
উর্দু:آگرہ‎‎
শহর
তাজমহল
দেশ ভারত
রাজ্যউত্তরপ্রদেশ
জেলাআগ্রা
প্রতিষ্ঠাতাআকবর
আয়তন
 • মোট১৮৮.৪০ বর্গকিমি (৭২.৭৪ বর্গমাইল)
উচ্চতা১৭১ মিটার (৫৬১ ফুট)
জনসংখ্যা(2008)
 • মোট১৬,৫০,০০০
 • জনঘনত্ব৮,৮০০/বর্গকিমি (২৩,০০০/বর্গমাইল)
ভাষা
 • সরকারিহিন্দি,ইংরেজি
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+৫:৩০)
পিন282 XXX
টেলিফোন কোড91(562)
যানবাহন নিবন্ধনUP-80
ওয়েবসাইটagra.nic.in
১৯১৪ সালে ব্রিটিশ শাসিত আগ্রা শহরের মানচিত্র

আগ্রা (হিন্দি: आगरा;উর্দু: آگرہ)উত্তর ভারতেরউত্তরপ্রদেশ রাজ্যেরআগ্রা জেলার রাজধানী শহর।[] আগ্রা শহরটি ভারতের রাজধানীনয়াদিল্লি থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) দক্ষিণ-পূর্বে যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রা একটি রেলওয়ে জংশন এবং আশেপাশের কৃষি এলাকার জন্য এটি একটি বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র হিসেবে কাজ করে। আগ্রা শহরে তুলা,খাদ্যশস্য, তামাক,লবণ ও চিনির পাইকারি বাণিজ্য হয়। এখানকার কলকারখানায় খাদ্য প্রক্রিয়াকরণ এবং সুতির টেক্সটাইল, কার্পেট, লোহা ও ইস্পাত উৎপাদন সম্পন্ন হয়। আগ্রাতে প্রায় সাড়ে ১৬ লক্ষ লোকের বাস।

আগ্রাতে অবস্থিত ঐতিহাসিক সৌধগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যতাজমহল[][] আগ্রা আরও বেশ কিছু ইন্দো-সারাসেনীয় স্থাপত্যকর্মের জন্য বিখ্যাত, যাদের মধ্যে আছে মুঘল সম্রাট আকবরের জন্য নির্মিত শ্বেত মর্মরের জাহাঙ্গীরী মহল এবং ১৭শ শতকের শুরুর দিকে নির্মিত মোতি মসজিদ বা মুক্তার মসজিদ।[][]

আগ্রার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে আছে ১৯২৭ সালে স্থাপিত আগ্রা বিশ্ববিদ্যালয়, ১৯৮১ সালে স্থাপিত দয়ালবাগ এডুকেশনাল ইন্সটিটিউট এবং একটি চিকিৎসা মহাবিদ্যালয় (মেডিক্যাল কলেজ)।

মুঘল সম্রাটআকবর ১৫৬৬ সালে বর্তমান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন।[][] অল্পদিনেই এটি সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি কেন্দ্রে পরিণত হয়। ১৬৪৮ সাল পর্যন্ত এটিমুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল।[] ঐ বছর সম্রাটআওরঙ্গজেব রাজধানীদিল্লিতে সরিয়ে নেন। ১৮০৩ সালে আগ্রাব্রিটিশদের পদানত হয়। ১৮২৫ সাল থেকে এটি একটি প্রাদেশিক রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।

আগ্রার মর্মর পাথর ও চামড়ার কুটিরশিল্প বিখ্যাত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সেআগ্রা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
  1. মুঘলদের আগ্রা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. উত্তরপ্রদেশ
  3. "তাজমহলে পায়রার প্রেম"। ২৯ নভেম্বর ২০২১ তারিখেমূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৩ 
সাধারণ
জাতীয় গ্রন্থাগার
অন্যান্য
'https://bn.wikipedia.org/w/index.php?title=আগ্রা&oldid=7945433' থেকে আনীত
বিষয়শ্রেণীসমূহ:
লুকানো বিষয়শ্রেণী:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp