অদম্য ৩২; পর্ব–১ আফঈদা খন্দকার
মার্চে অস্ট্রেলিয়ায় বসবে উইমেনস এশিয়ান কাপ ফুটবলের মূল আসর। দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে। ঋতুপর্ণা, মনিকা, আফঈদারা মাঠে নামবেন চূড়ায় ওঠার দুর্নিবার স্বপ্ন নিয়ে। সাফল্যের বন্ধুর পথে দুরন্ত বেগে ছোটা নেপথ্যের কারিগরদের নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বিশেষ আয়োজন ‘অদম্য ৩২’। প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ০৫ মিনিটে প্রকাশিত হচ্ছে নতুন পর্ব।